১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গ্রিসের ভেতর দিয়ে ইসরাইলে যাচ্ছে তুর্কি পণ্য

-

গাজা যুদ্ধের মধ্যেও গ্রিসের মতো তৃতীয় দেশের মাধ্যমে তুরস্ক ও ইসরাইলের মধ্যে বাণিজ্যিক লেনদেন অব্যাহত রয়েছে। এমন সময় এ খবর প্রকাশিত হলো যখন তুরস্ক কয়েক মাস আগে ঘোষণা করেছিল, দেশটি গাজায় ইসরাইলি বাহিনীর অপরাধের প্রতিবাদে তেলআবিবের সাথে সব ধরনের বাণিজ্যিক লেনদেন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।
প্রাপ্ত তথ্য অনুসারে, ইসরাইলের সেন্ট্রাল ব্যুরো অব স্টাটেস্কিকের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ইসরাইল ২০২৪ সালের মে মাসে তুরস্ক থেকে ১১ কোটি ৬০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। তবে গত বছরের একই মাসের তুলনায় এই আমদানি কমেছে ৬৯ শতাংশ। ২০২৩ সালের মে মাসে ইসরাইল তুরস্ক থেকে ২৭ কোটি ৭০ লাখ ডলার মূল্যের পণ্য আমদানি করেছিল।
যে দু’জন শীর্ষস্থানীয় ব্যবসায়ী তুরস্ক ও ইসরাইলের মধ্যকার এই লেনদেন সম্পন্ন করেন তারা মিডল ইস্ট আইকে বলেছেন, চলতি বছরের মে মাসের গোড়ার দিক থেকে গ্রিসের পাশাপাশি ইসরাইলের অন্যান্য প্রতিবেশী দেশের মাধ্যমে তুর্কি পণ্য ইসরাইলে প্রবেশ করেছে।


আরো সংবাদ



premium cement