হজে মৃত্যুর ঘটনায় মিসরে ১৬ এজেন্সির লাইসেন্স বাতিল
- রয়টার্স
- ২৪ জুন ২০২৪, ০০:০৫
সৌদি আরবের মক্কায় মিসরীয় হজ যাত্রীদের মৃত্যুর জন্য দায়ী করে ১৬টি ট্র্যাভেল এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান আইন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে মিসরের কর্তৃপক্ষ। মক্কায় মিসরীয় হাজিদের মৃত্যুর ঘটনা তদন্তে বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলিকে প্রধান করে গঠিত একটি টাস্কফোর্স শনিবার এসব কথা জানিয়েছে।
চিকিৎসা ও নিরাপত্তা মাধ্যমগুলো জানিয়েছে, চলতি বছর হজ চলাকালে মক্কায় অন্তত ৫৩০ জন মিসরীয় হজ যাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩১ জন দীর্ঘদিন ধরে ভোগা রোগের কারণে মারা গেছেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে টাস্কফোর্স। বিবৃতিতে তারা বলেছে, যাদের মৃত্যু হয়েছে তাদের ভ্রমণের ব্যবস্থা করেছে যে ট্র্র্যাভেল এজেন্সিগুলো তারা ওই হজ যাত্রীদের চিকিৎসাসহ কোনো ধরনের সেবা দেয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা