বিদেশী সাংবাদিক নিয়ে অমিত শাহের সিদ্ধান্তে অস্বস্তিতে জয়শঙ্কর
- আনন্দবাজার
- ২২ জুন ২০২৪, ০২:৪৮
চার মাসের মধ্যে দু’জন বিদেশি সাংবাদিককে দেশ ছাড়তে বাধ্য করল ভারত সরকার। তাদের কাজ করার আইনি অনুমতি প্রত্যাহার করে নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে এস জয়শঙ্করের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল শুক্রবার ফরাসি সাংবাদিক সেবাস্তিয়াঁ ফারসি সামাজিক মাধ্যমে জানান, ১৩ বছর ভারতে কাজ করার পরে তাকে আর কাজ করার আইনি অনুমতি দেয়া হচ্ছে না। ফলে ভারত ছাড়তে বাধ্য হচ্ছেন তিনি। বিভিন্ন ইউরোপীয় রেডিও চ্যানেলের দক্ষিণ এশিয়ার সাংবাদিক সেবাস্তিয়াঁ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘তিন মাস আগে, ৭ মার্চ, ভারত সরকার আমার এ দেশে কাজ করার জন্য প্রয়োজনীয় অনুমতি নবায়ন করতে অস্বীকার করে। ফলে আমার সাংবাদিকতা এবং উপার্জনের পথটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বারবার জানতে চাওয়া হলেও তারা এ সিদ্ধান্তের কোনো কারণ জানায়নি। আমি অনেকবার আবেদনও জানিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি।’