১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
চুক্তি স্বাক্ষর

হামলার শিকার হলে পরস্পরকে সাহায্য করবে উত্তর কোরিয়া-রাশিয়া

-


পারমাণবিক শক্তিসমৃদ্ধ দুই দেশ রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে ‘কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মধ্যে রয়েছে যদি রাশিয়া ও উত্তর কোরিয়া অন্য কোনো দেশের আক্রমণের শিকার হয় তাহলে তারা একে অপরের সাহায্যে এগিয়ে আসবে। উত্তর কোরিয়ায় বিরল সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের সাথে গতকাল বুধবার এই চুক্তি স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।
রাশিয়ার বার্তাসংস্থা টাস জানিয়েছে, দেশ দুটির মধ্যে ১৯৬১, ২০০০ ও ২০০১ সালে যেসব চুক্তি হয়েছে, নতুন চুক্তিটি সেগুলোর স্থলাভিষিক্ত হবে। পুতিন জানিয়েছেন তাদের মধ্যে একে অপরের সাহায্যে এগিয়ে আসা ছাড়াও রাজনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক ও নিরাপত্তা চুক্তি হয়েছে। এই চুক্তিকে একটি ‘ব্রেক থ্রু’ হিসেবেও অভিহিত করেছেন তিনি। অন্য দিকে কিম জং উন এটিকে ‘সন্ধিক্ষণ’ হিসেবে অভিহিত করেছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, কিমকে রাশিয়ার নিজস্ব তৈরি একটি ‘অরাস’ গাড়ি উপহার দিয়েছেন পুতিন। এ ছাড়া কিমকে একটি ‘চা সেট’ও উপহার দিয়েছেন তিনি। পুতিনের সহযোগী ইয়ুরি উসাকোভ জানিয়েছেন, কিমও পুতিনকে ‘ভালো উপহার’ দিয়েছেন। তবে ভালো উপহারগুলো কী সেটি তিনি জানাননি।
পশ্চিমা দেশগুলো অভিযোগ করে থাকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে নিয়মিত অস্ত্র দিয়ে আসছে উত্তর কোরিয়া। কিন্তু দুই দেশই এসব অভিযোগ অস্বীকার করেছে। তবে উত্তরের প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। অপরদিকে পুতিন উত্তর কোরিয়ার ওপর আরোপিত বিধিনিষেধগুলো পুনর্বিবেচনার জন্য জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া পিয়ংইয়ংয়ের সাথে প্রয়োজনে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতামূলক সম্পর্ক গড়বেন বলেও জানিয়েছেন।

উত্তর কোরিয়ায় পুতিনকে উষ্ণ অভ্যর্থনা
উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে প্রেসিডেন্ট কিম জং উনের উপস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। পিয়ংইয়ংয়ের মধ্যে দিয়ে বয়ে যাওয়া থাইদং নদীর তীরবর্তী কিম ইল জং স্কয়ারে বুধবার পুতিনকে এক ঘণ্টা ধরে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় চত্বরটিতে সেনাবাহিনীর অশ্বারোহী সেনাদের পাশাপাশি বিপুলসংখ্যক জনতা উপস্থিত ছিল। শিশুরা বেলুন হাতে পুতিনকে স্বাগত জানায়, সেখানে চত্বরের মূল ভবনজুড়ে দুই দেশের পতাকার মধ্যে শোভা পাচ্ছিল দুই নেতারা বিশাল দু’টি ছবি।
এখানে অনুষ্ঠান শেষ হওয়ার পর দুই নেতা শীর্ষ বৈঠকে মুখোমুখি হতে প্রেসিডেন্টের বাসভবন কুমুসুচান প্রাসাদে যান। রাশিয়ার গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিওর মাধ্যমে এসব কথা জানা গেছে। এর আগে বুধবার মধ্যরাতে পুতিন পিয়ংইয়ং পৌঁছান। এ সময় কিম বিমানবন্দরে রাশিয়ার প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে স্বাগত জানান। এখান থেকে রাষ্ট্রীয় অতিথি ভবনে যাওয়ার সময় পুতিনের রাশিয়া নির্মিত অরাস লিমুজিনে বসে দুই নেতা নিজেদের ‘গভীর ভাবনাগুলো’ বিনিময় করেন বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি ‘পূর্ণ সমর্থন’ জানিয়েছেন এবং মস্কোর সাথে শক্তিশালী কৌশলগত সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

‘রাশিয়ার নীতির জন্য আপনার ধারাবাহিক ও অটল সমর্থনকে আমরা অত্যন্ত প্রশংসা করি,’ আলোচনার শুরুতে পুতিন এমনটি বলেছেন বলে তাকে উদ্ধৃত করে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ। পুতিন বলেছেন, মস্কো যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে লড়াই করছে। কিম বলেছেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক একটি ‘নতুন উচ্চ সমৃদ্ধির’ যুগে প্রবেশ করছে। তিনি বলেন, ‘এখন বিশ্বের পরিস্থিতি ক্রমেই আরো জটিল হচ্ছে ও দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ রকম একটি পরিস্থিতিতে আমরা রাশিয়া, রাশিয়ার নেতৃত্বের সাথে কৌশলগত যোগাযোগ আরো দৃঢ় করার সিদ্ধান্ত নিয়েছি। উত্তর কোরিয়া রাশিয়ার সরকার, সেনাবাহিনী ও জনগণের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছে, যারা সার্বভৌমত্ব, নিরাপত্তা স্বার্থ ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় ইউক্রেনে একটি বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে।’
২৪ বছরের মধ্যে পুতিন এই প্রথম উত্তর কোরিয়া সফরে গেলেন। উত্তর কোরিয়া ও রাশিয়া, উভয়েই কূটনৈতিকভাবে বাকি বিশ্ব থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে আছে, এ পরিস্থিতিতে পুতিনের এই সফরে দুই দেশের কয়েক দশকের সম্পর্ক নতুন আকার পেতে পারে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্য পুতিনের এ সফর গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ রাজনৈতিকভাবে বাকি বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ায় ২০১৯ সালে করোনাভাইরাস মহামারীর পর থেকে এ পর্যন্ত কোনো বিশ্বনেতা ভ্রমণ করেননি।

 


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল