রুশ হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত
- রয়টার্স
- ২০ জুন ২০২৪, ০০:০১
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসাথে পশ্চিমাঞ্চলীয় লভিভে আহত হয়েছেন অন্তত দুইজন। গতকাল বুধবার এই হামলায় চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার স্থানে জরুরি পরিষেবা মোতায়েন করা হয়েছে। এছাড়া, লভিভের পশ্চিমাঞ্চলে ক্ষতিগ্রস্ত হওয়া বৈদ্যুতিক সরঞ্জামগুলোও মেরামতের কাজ চলছে।
টেলিগ্রামে লভিভের আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিটস্কি বলেছেন, ন্যাটো সদস্য দেশ পোল্যান্ডের সীমান্তবর্তী লভিভে হামলার সময় পাঁচটি ড্রোন ব্যবহার করেছে রুশ বাহিনী। ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে। তবে ধ্বংসাবশেষ পড়ে দুই ব্যক্তি আহত হয়েছেন। টেলিগ্রামে লভিভের মেয়র আন্দ্রি সাদোভি লিখেছেন, লভিভ জেলা শহরের মালেখিভ গ্রামে ড্রোন হামলায় একটি বহুতল আবাসিক ভবন এবং অন্যান্য আবাসিক ভবনের বেশ কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা