১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উইঘুর মুসলিমদের গ্রামের নাম বদল

-

চীন উইঘুর মুসলিমদের গ্রামের নাম বদলে দিয়েছে বলে হিউম্যান রাইটস ওয়াচের এক রিপোর্টে প্রকাশিত হয়েছে। সেখানে তিন হাজার ৬০০ গ্রামের নাম বদলানো হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নরওয়ের একটি সংস্থা দীর্ঘ দিন ধরে উইঘুর মুসলিমদের নিয়ে কাজ করে। তাদের সাথে যৌথ এক রিপোর্ট প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
সেখানে বলা হয়েছে, নিজেদের কমিউনিস্ট আদর্শ প্রচার করতে শিনজিয়াং প্রদেশে তিন হাজার ৬০০টি গ্রামের নাম বদলে দিয়েছে চীনের প্রশাসন। ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে জাতীয় পরিসংখ্যান বিভাগে নথিভুক্ত ২৫ হাজার গ্রামের নাম নিয়ে গবেষণা চালিয়েছে সংস্থা দু’টি। সেখানেই তারা দেখতে পেয়েছে, তিন হাজার ৬০০টি গ্রামের নাম বদলে দেয়া হয়েছে। অভিযোগ উঠেছে, এর মধ্যে প্রায় ৬০০টি গ্রাম সরাসরি উইঘুর মুসলিমদের। তাদের গ্রামের নামের সাথে উইঘুর বা মুসলিম সংস্কৃতি সংশ্লিষ্ট শব্দ যুক্ত ছিল। সেই শব্দগুলো বাদ দিয়ে নতুন নামকরণ করা হয়েছে।
কয়েকটি উদাহরণও দেয়া হয়েছে ওই রিপোর্টে। কোনো কোনো গ্রামের নামের সাথে ‘দুতার’ শব্দটি যুক্ত ছিল, যার অর্থ উইঘুর বাদ্যযন্ত্র। অথবা কোনো কোনো নামের সাথে ‘মাজার’ শব্দটি যুক্ত ছিল। তা বদলে ঐক্য, সম্প্রীতি, আনন্দের মতো শব্দ বসানো হয়েছে।

 


আরো সংবাদ



premium cement