কুয়েত থেকে ভারতে ফিরল ৪৫ শ্রমিকের লাশ
- রয়টার্স
- ১৫ জুন ২০২৪, ০০:০৫
কুয়েতের অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ৪৫ জন ভারতীয় শ্রমিকের লাশ ভারতে পৌঁছেছে। ভারতের বিমানবাহিনীর বিশেষ বিমানে করে কুয়েত থেকে এই ভারতীয়দের লাশ দেশে ফেরানো হয়েছে। গতকাল শুক্রবার ভোরে লাশ নিয়ে সি-১৩০ জে বিমান কুয়েত থেকে যাত্রা শুরু করে বেলা ১১টায় কেরালার এর্নাকুলাম বিমানবন্দরে অবতরণ করে। লাশ অধিকাংশই কেরালার বাসিন্দা হওয়ায় বিমানটি প্রথমে সেখানে নামে।
বুধবার ভোরে কুয়েতের রাজধানী শহরের দক্ষিণে মাঙ্গাফ এলাকার একটি বহুতল ভবনে আগুন লাগে। সেখানে মূলত ১৭৬ জন ভারতীয় শ্রমিক বাস করতেন। আরব টাইমস জানায়, কর্তৃপক্ষের চালানো তদন্তে দেখা গেছে, কুয়েতের ছয়তলা ওই আবাসিক ভবনের নিচতলায় নিরাপত্তাকর্মীর কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। অগ্নিকাণ্ডে ৫০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ। এর মধ্যে ৪৫ জনই ভারতীয়। দুইজন ফিলিপিন্সের। আর দুটো লাশ এখনো শনাক্ত করা যায়নি। নিহত ভারতীয় শ্রমিকদের ২৩ জনই হলেন কেরালার বাসিন্দা। তবে এদের মধ্যে সাত জন থাকতেন তামিলনাডুতে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা