১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাশ্মিরে সেনা ছাউনিতে হামলায় নিরাপত্তা সদস্য নিহত

-

ভারতের জম্মু ও কাশ্মিরে আবার হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে স্থানীয় কাঠুয়ার একটি গ্রামে এবং ডোডায় সেনা ছাউনিতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। গোলাগুলিতে আধা সামরিক বাহিনীর এক সদস্য ও এক হামলাকারী নিহত হয়েছেন। রাতেই জম্মুর দুই এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকধারীদের লড়াই শুরু হয়। এর মধ্যে ডোডা এলাকায় গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সেনা ও পুলিশের বিশেষ বাহিনীর এক কর্মকর্তা আহত হন।
জম্মু জোন পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন কাঠুয়ায় অভিযানের তত্ত্বাবধান করছেন। তিনি ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে বন্দুকধারীরা চত্বরগালা এলাকার একটি সেনা ঘাঁটিতে রাষ্ট্রীয় রাইফেলস ও পুলিশের একটি যৌথ দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে, এ ঘটনার জেরেই ডোডায় নিরাপত্তা বাহিনীর লড়াই শুরু হয়।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, মঙ্গলবার সন্ধ্যায় দুই বন্দুকধারী কাঠুয়াতে হামলা চালায়, তাদের মধ্যে একজন নিহত হয়েছেন। অন্যজনকে ধরতে কাঠুয়ার হীরানগর এলাকায় ড্রোন ব্যবহার করে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। পুলিশ জানিয়েছে, কাঠুয়ায় হামলাকারীরা কয়েকটি বাড়িতে পানি চেয়েছিল, এদের নিয়ে গ্রামবাসীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। কিছু গ্রামবাসী সবাইকে সতর্ক করার চেষ্টা করলে তারা গুলিবর্ষণ করে।
এতে এক গ্রামবাসী আহত হয় বলে জানিয়েছেন আনন্দ জৈন। কাঠুয়ায় তিনজন নিহত হয়েছেন বলে প্রকাশিত খবর অস্বীকার করেছেন তিনি। এখানে গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। তিনি ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য। এডিজিপি জৈন কাঠুয়ার হামলাকারীদের ‘অনুপ্রবেশকারী’ বলে দাবি করে নাম উল্লেখ না করে পাকিস্তানের দিকে ইঙ্গিত করেছেন।
তিনি বলেছেন, এটি আমাদের শত্রুভাবাপন্ন প্রতিবেশী যারা সবসময় আমাদের দেশের শান্তিপূর্ণ পরিবেশের ক্ষতি করার চেষ্টা করছে। এই হীরানগরের সন্ত্রাসী হামলাকেও নতুন অনুপ্রবেশের ঘটনা বলে মনে হচ্ছে। গত কয়েক দিন ধরে জম্মু ও কাশ্মিরে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত রোববার জম্মুর রিয়াসি জেলায় পুণ্যার্থীদের বহনকারী একটি বাসে হামলা চালিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায় আর তাতে ১০ আরোহী নিহত ও ৩৩ জন আহত হয়।


আরো সংবাদ



premium cement