১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হাউছিদের হামলা

-

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছি আবারো লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা করেছে। ইয়েমেনের বন্দরনগরী ৬৮ নটিক্যাল মাইল দূরে লোহিত সাগরে ওই বাণিজ্যিক জাহাজে হামলা করা হয় বলে বুধবার জানায় সাগরে নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অ্যামব্রে। এক বিবৃতিতে অ্যামব্রে জানায়, ইয়েমেনের দিক থেকে এসে কয়েকটি ক্ষেপণাস্ত্র বাণিজ্যিক জাহাজটিতে আঘাত হানে। এতে বিস্তারিত আর কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
২০১৪ সালে সৌদিপন্থী সরকারকে উৎখাত করে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় ইরানের মদদপুষ্ট বিদ্রোহী গোষ্ঠী হাউছি। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরাইলের মালিকাধীন এবং ইসরাইলগামী সব ধরনের জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হাউছিরা। গাজায় ইসরাইলের নৃশংস হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলের সব জাহাজে হামলা চালালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হাউছি যোদ্ধরা।


আরো সংবাদ



premium cement