মনিপুরে নতুন সহিংসতায় গৃহহীন ২০০০
- ইন্ডিয়ান এক্সপ্রেস
- ১২ জুন ২০২৪, ০০:০৫
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মনিপুর রাজ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর রাজ্যের জিরিবাম জেলা থেকে অন্তত দুই হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের অনেকে পাশের রাজ্য আসামের সাচার এলাকায় আশ্রয় নিয়েছেন। ফলে ওই রাজ্যের নিরাপত্তাবাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। আসামের বিধানসভার লখিপুর আসনের সদস্য কৌশিক রায় বলেছেন, তার আসনসংলগ্ন মনিপুরের জিরিবাম থেকে অন্তত এক হাজার মানুষ সাচারে আশ্রয় নিয়েছেন। এই সংখ্যা বেড়েই চলেছে।
কৌশিকের মতে, আসামে আশ্রয় নিতে আসা বেশির ভাগ মানুষই কুকি ও হমার জাতিগোষ্ঠীর। এ দুই জাতিগোষ্ঠীই জো নৃগোষ্ঠীর অংশ। অবশ্য মেইতেই জনগোষ্ঠীর কিছু মানুষও আসামে আশ্রয় নিতে আসছেন। বিধানসভার এই সদস্য বলেন, ‘জেলার ডিসি, এসপিসহ লখিপুরের বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর নেতাদের নিয়ে আমরা গতকাল সোমবার সভা করেছি। মনিপুরের উত্তেজনা যাতে না ছড়াতে পারে, সেসব বিষয় নিয়ে সভায় আলোচনা হয়েছে। আমাদের এখানে বৈচিত্র্যপূর্ণ মানুষ রয়েছেন। রয়েছেন বাঙালি, হিন্দিভাষী, মনিপুরী মুসলিম, বিহারি, দিমাসা, কুকি, হমার, খাসি, রংমেইসহ নানা জাতিগোষ্ঠীর মানুষ।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা