১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎব্যবস্থার অর্ধেক ধ্বংস : জেলেনস্কি

-

গত শীত থেকে রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার প্রায় অর্ধেক ধ্বংস হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বার্লিনে এক সম্মেলনে এ কথা বলেন। জেলেনস্কি এ দিন বলেন, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ৯ গিগাওয়াট ক্ষমতা ধ্বংস হয়েছে। গত শীতে তার দেশে বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার ছিল ১৮ গিগাওয়াট। ফলে উৎপাদন অর্ধেক কমেছে।
রুশ হামলার কারণে ইউক্রেনে ইতোমধ্যে তীব্র জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে। এতে দেশটির মানুষকে বিদ্যুৎবিভ্রাটের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। এ পরিস্থিতিতে মিত্রদের আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম সরবরাহের আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সন্ত্রাস করছে ও তাদের সেনারা ভূখণ্ড দখল করছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেলে কিয়েভ মস্কোকে জবাব দিতে পারবে।
ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী ইউক্রেনারগো বলেছে, এক বিবৃতিতে বলেছে, খরচের কারণে সারা দেশে বিদ্যুৎবিভ্রাট বেড়ে গেছে। ইউক্রেনজুড়ে বিভ্রাটের সময় বাড়ানো হয়েছে। স্থানীয় সময় দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হবে।


আরো সংবাদ



premium cement