যৌন হয়রানির শিকার নারী পর্বতারোহীরা
- ডয়েচে ভেলে
- ১০ জুন ২০২৪, ০০:০৫
পর্বতারোহণে অন্যতম বড় তারকা নির্মল পুরজা। তার বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগে অনেকেই হতবাক হয়ে গেছেন। তবে যারা বিষয়টি নিয়ে খোঁজ রাখেন তারা বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্মল পুরজার বিরুদ্ধে যৌন হয়রানি ও লাঞ্ছনার অভিযোগ আসার পর থেকে বিভিন্ন ব্র্যান্ড এবং ট্যুর কোম্পানি নেপালের এই ৪০ বছর বয়সী পর্বতারোহণ তারকার সাথে দূরত্ব বজায় রাখছে। তবে ঘটনাস্থলের সদস্যরা বলছেন, নারীদের নিরাপত্তায় পর্বতারোহণের পুরো সংস্কৃতিতেই পরিবর্তন আনা দরকার।
গত ৩১ মে ফিনল্যান্ডের পর্বতারোহী ও মডেল লোটা হিন্টসা পুরজার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনেন। মার্কিন চিকিৎসক এপ্রিল লিওনার্দোও সংবাদপত্রটিকে পুরজার কাছ থেকে একই ধরনের হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছেন।
লিওনার্দো পুরজার কোম্পানি এলিট এক্সপেডের একজন ক্লায়েন্ট ছিলেন। এই প্রতিষ্ঠান বিশ্বের সর্বোচ্চ পর্বতমালাগুলোতে পথপ্রদর্শকসহ আরোহণের ব্যবস্থা করে দেয়। পুরজা একটি ইনস্টাগ্রাম স্টোরিতে ‘দ্ব্যর্থহীনভাবে’ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা