১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর হামলা

-

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটি ফ্রেডরিকসেনের পর হামলার ঘটনা ঘটেছে রাজধানী কোপেনহেগেনের সড়কে। শহরের কেন্দ্রস্থলে একটি চত্বরে এক ব্যক্তি তার কাছে হেঁটে এসে আঘাত করেন। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে ‘ঘৃণ্য কাজ’ বর্ণনা করে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেয়েন বলেছেন, “আমরা যা বিশ্বাস করি এবং ইউরোপে যেটির জন্য লড়াই করি, তার বিরুদ্ধের ঘটনা এটি।”
এই হামলার ঘটনায় ‘হতবাক’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “কোপেনহেগেনের কুলটোরভেটে শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মেটি ফ্রেডরিকসেনকে মারধর করেন এক ব্যক্তি, যাকে পরে গ্রেফতার করা হয়। এই ঘটনায় প্রধানমন্ত্রী মর্মাহত হয়েছেন।” তবে ঘটনার বিস্তারিত বিবৃতিতে প্রকাশ করা হয়নি। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, তারা ঘটনাটি তদন্ত করছে। তবে এর বেশি কিছু বলতে রাজি হয়নি পুলিশ।
হামলার কারণ এখনো জানা যায়নি। ঘটনাটি দেখার কথা স্থানীয় সংবাদপত্র বিটিকে জানিয়েছেন ম্যারি আদ্রিয়ান ও আনা রাভন নামের দুই নারী। তারা বলেন, এক ব্যক্তি বিপরীত পাশ থেকে এসে প্রধানমন্ত্রীর কাঁধে সজোরে ধাক্কা দেন। প্রত্যক্ষদর্শীরা এও বলেন, জোরে ধাক্কা দেয়া হলেও প্রধানমন্ত্রী মাটিতে পড়ে যাননি। ঘটনার পর তিনি একটি ক্যাফেতে গিয়ে বসেন। এ হামলা এমন এক সময়ে ঘটেছে, যার দুই দিন পরেই ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের ভোটগ্রহণ হবে ডেনমার্কে।
ডেনমার্কের টিভি স্টেশন টিভি টুর প্রতিবেদনে বলা হয়েছে, সোস্যাল ডেমোক্র্যাটসের নেতা ফ্রেডেরিকসেন এর আগে তার দলের প্রধান প্রার্থী ক্রিস্টেল শ্যালডেমোসের সাথে নির্বাচনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ডেনমার্কের জোট সরকারের সবচেয়ে বড় দল এই সোস্যাল ডেমোক্র্যাটস।


আরো সংবাদ



premium cement
ডিএসইতে ১ ঘণ্টায় সূচক কমল ১০.৭১ পয়েন্ট রঙ তুলির আচড়ে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ নরসিংদীর বেলাব অতিক্রম করছে আগরতলামুখী লংমার্চ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে স্থানান্তর স্ত্রীর জন্য ওষুধ কিনে বাড়ি আর ফেরা হলো না শহীদ রাকিবের গেইলের রেকর্ড ভাঙলেন মাহমুদুল্লাহ নিম্ন আদালতের বিচারকদের মতামত চেয়েছে সংস্কার কমিশন কুয়াকাটায় ইয়াবাসহ মাদককারারি গ্রেফতার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর আত্মহত্যার চেষ্টা ভারতের উচিত চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানো : টবি ক্যাডম্যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে পুলিশের অভিযান

সকল