১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মার্কিন নিষেধাজ্ঞায় চাঙ্গা হয়েছে রুশ অর্থনীতি

-

মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতে আরো চাঙ্গা হয়েছে বলে দাবি করেছে দেশটির অর্থমন্ত্রী এনটন সিলুয়ানোভ। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বুধবার রুশ অর্থমন্ত্রী এ তথ্য জানান। বিশ্বব্যাংকের তথ্যমতে, শক্তিশালী অর্থনীতির তালিকায় বর্তমানে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। ২০২৪ সালে দেশটির সবচেয়ে বেশি জিডিপি অর্জিত হয়েছে জ্বালানি (তেল ও গ্যাস) খাত থেকে।
রুশ অর্থমন্ত্রী বলেন, মার্কিন নিষেধাজ্ঞাই আমাদের অর্থনীতি ও জিডিপিকে চাঙ্গা রাখার মূল কারণ। যুক্তরাষ্ট্র যে এ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়েছে- তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাশিয়া। রাশিয়ায় চলছে চার দিনব্যাপী সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনোমিক ফোরামে সম্মেলন। গত ৫ জুন থেকে এ সম্মেলন শুরু হয়েছে, চলবে আগামী ৮ জুন পর্যন্ত।


আরো সংবাদ



premium cement