ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী ফল পাল্টানোর মামলা স্থগিত
- ডয়েচে ভেলে
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালে জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচনের ফল পাল্টানোর অভিযোগ আনা হয়েছিল। বুধবার ওই মামলা স্থগিত করার রায় দিয়েছেন জর্জিয়ার আপিল আদালত। ফুল্টন কাউন্টির সুপিরিয়র কোর্ট জাজ স্কট ম্যাকাফি রায় দিয়ে বলেন, ইচ্ছা করলে ট্রাম্পের আইনজীবীরা রায়ের বিরুদ্ধে জর্জিয়ার আপিল আদালতে যেতে পারেন। এ আপিল আদালতই বুধবার ট্রাম্পের বিরুদ্ধে আনা ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছেন।
আপিল আদালত শুনানির জন্য ৪ অক্টোবর দিন ধার্য করেছেন। এরপর রায় দেয়ার জন্য আগামী বছরের মার্চের মাঝামাঝি পর্যন্ত সময় পাবেন আদালত। তবে তার আগে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ নির্বাচনের আগে এই মামলার রায় হচ্ছে না। ট্রাম্পের বিরুদ্ধে আনা চারটি ফৌজদারি মামলার একটি ছিল এটি। এর আগে ৩০ মে নিউ ইয়র্কের এক আদালত আমেরিকার প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে ফৌজদারি আরেক মামলায় দোষী সাব্যস্ত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা