ইরানে ‘শয়তানবাদী’ সমাবেশে অভিযান গ্রেফতার ৩০
- এএফপি
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
ইরানে একটি ‘শয়তানবাদী’ সমাবেশে অভিযান চালিয়ে মদ্যপায়ীসহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চলতি সপ্তাহে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। অভিযানের স্থান উল্লেখ না করে ইরানি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছেন। মাজানদারান প্রদেশে এই ঘটনা ঘটেছে।
প্রাদেশিক পুলিশ প্রধান দাউদ সাফরিজাদেহের বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ঘটনাস্থলে পাওয়া মাদক জব্দ করেছে পুলিশ। এ ছাড়া সেখানে ‘শয়তানবাদের আলামত’ পেয়েছে তারা। দাউদ বলেন, বিভিন্ন প্রদেশ থেকে এখানে মানুষ এসেছেন। রক্ষণশীল দেশে ‘শয়তানবাদী’ সমাবেশ নিষিদ্ধ।
এর আগে শনিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে অভিযানে চালিয়ে ৩৫ জনকে আটক করেছিল পুলিশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা