অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে পারবে ৪ দেশের নাগরিক
- বিবিসি
- ০৬ জুন ২০২৪, ০০:০৫
নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করতে বিদেশী নাগরিকদের প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। বেশ কয়েক বছর ধরে নিয়োগ ঘাটতিতে রয়েছে দেশটির সেনাবাহিনী। এই সঙ্কট কাটাতে ব্রিটেনসহ আরো তিন দেশের নাগরিকদের দেশটির প্রতিরক্ষা বাহিনীতে (এডিএফ) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বলা হচ্ছে, ক্রমবর্ধমান আঞ্চলিক হুমকি মোকাবিলায় সশস্ত্রবাহিনীকে আরো শক্তিশালী করতে চায় অস্ট্রেলিয়া।
ব্রিটেনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড এবং কানাডার যেসব নাগরিক অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন তারা অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে পারবেন। সেক্ষেত্রে আগামী জুলাই থেকে নিউজিল্যান্ডের যেসব নাগরিক অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন তারা সামরিক বাহিনীতে আবেদনের সুযোগ পাচ্ছেন। এ ছাড়া গত জানুয়ারিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডার যেসব নাগরিক অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন তারাও সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে এগিয়ে থাকবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা