ইসরাইলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা
- আলজাজিরা
- ০৪ জুন ২০২৪, ০০:০৫
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মাসের পর মাস ধরে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। এর প্রতিবাদে এবার ইসরাইলের নাগরিকদের জন্য মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলি পাসপোর্টধারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তবে ঠিক কখন ও কবে থেকে নতুন এই আইন কার্যকর হবে সে সম্পর্কে তেমন কিছু বলেননি তিনি।
এছাড়া ‘ফিলিস্তিনের পাশে মালদ্বীপবাসী’ নামে একটি জাতীয় তহবিল সংগ্রহ অভিযান শুরুর ঘোষণাও দিয়েছেন মুইজ্জু। ভারত মহাসাগরের বুকে হাজার দ্বীপের দৃষ্টিনন্দন দেশ মালদ্বীপে প্রতি বছর লাখ লাখ বিদেশী পর্যটক ভ্রমণ করে থাকেন। এর মধ্যে রয়েছে ইসরাইলিরাও। গত বছর ১১ হাজার ইসরাইলি মালদ্বীপ ভ্রমণ করেছে।
মালদ্বীপের বিরোধী দল ও সরকারি দলের মিত্ররা গাজা যুদ্ধের প্রতিবাদের নিদর্শন হিসেবে ইসরাইলিদের নিষিদ্ধ করার জন্য মুইজ্জুর ওপর চাপ দিয়ে আসছিল। এবার সেই দাবির পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নিলো মালদ্বীপ। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহতের সংখ্যা ছাড়িয়েছে ৮২ হাজার। ইসরাইলি বর্বরতায় প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা