ক্ষমতার রাজনীতিকে এশিয়া-প্রশান্ত অঞ্চলের ক্ষতি করতে দেয়া হবে না
শাংরি-লা সংলাপে বৈশ্বিক নিরাপত্তার ধারণা উপস্থাপন চীনের- সিজিটিএন
- ০৩ জুন ২০২৪, ০০:০০
বৈশ্বিক নিরাপত্তা নিয়ে চীনের ধারণা তুলে ধরেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী তুং চুন। গতকাল রোববার সিঙ্গাপুরে ২১তম শাংরি-লা সংলাপে দেয়া ভাষণে তিনি এ ধারণা তুলে ধরেন। বক্তব্যে তিনি অঙ্গীকার করে বলেছেন, আধিপত্য বা ক্ষমতার রাজনীতিকে এশিয়া-প্রশান্ত অঞ্চলের ক্ষতি করতে দেয়া হবে না। চীনা প্রতিরক্ষামন্ত্রী মানবতার জন্য সহযোগিতামূলক ভবিষ্যৎসংবলিত একটি সম্প্রদায় নির্মাণ, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ ও বৈশ্বিক সভ্যতার উদ্যোগের ধারণার ওপর জোর দিয়েছেন।
তুং চুন ভাষণে বলেছেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষেরা সম্প্রীতি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ, শান্তিপ্রিয়, স্বাধীন, আত্মনির্ভরশীল এবং সব সময় একে অপরকে সমর্থন করেছে। বিরাট পরিবর্তনের সামনে বিভিন্ন দেশের উচিত সমানভাবে যোগদান, আন্তরিক বিনিময় ও স্বচ্ছ আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার নতুন অবস্থান গড়ে তোলা। তিনি বলেছেন, বিভিন্ন দেশের বৈধ নিরাপত্তার স্বার্থ রক্ষা করা উচিত। চীন বরাবরের মতো উন্নয়নশীল দেশের ন্যায্যতার পক্ষে দাঁড়াবে এবং সমানভাবে নিরাপত্তা পরিচালনায় যোগদানের সুযোগ সৃষ্টি করবে। চীন মনে করে, বিশ্বে একটিই ব্যবস্থা রয়েছে, তা হলো জাতিসঙ্ঘকেন্দ্রিক বিশ্বব্যবস্থা।
তিনি আরো বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে সত্যিকারের বহুপক্ষীয়তা সমুন্নত রাখাকে সমর্থন করে চীন। আসিয়ানকেন্দ্রিক আঞ্চলিক সহযোগিতা কাঠামো ও ব্যবস্থা যুক্তিসঙ্গত, কার্যকর ও ব্যাপকভাবে স্বীকৃত। চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, চীন আশা করে, কিছু দেশ সংলাপ ও পরামর্শের সঠিক পথে ফিরে আসবে এবং দক্ষিণ চীন সাগরকে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার সাগরে পরিণত করতে আঞ্চলিক দেশগুলোকে কাজ করতে হবে।
তুং বলেছেন, শান্তি, উন্নয়ন, সর্বজনীন সুবিধা ও সহ-শাসনের নীতি মেনে চলবে এবং সক্রিয়ভাবে বিশ্ব ডেটা নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনা উদ্যোগ বাস্তবায়ন করবে চীন। পাশাপাশি চীন অন্যান্য দেশের সাথে ব্যাপক নিরাপত্তা সংলাপ পরিচালনা করবে, যৌথভাবে শাসনবিধি প্রতিষ্ঠা ও উন্নত করবে বলেও উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, এশীয় অঞ্চলের বৃহত্তম প্রতিরক্ষা ফোরাম শাংরি-লা সংলাপ। এবারের সংলাপ ৩১ মে থেকে শুরু হয়ে শেষ হচ্ছে ২ জুন। সংলাপের শেষ দিন ভাষণ দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা