উত্তর কোরিয়ার আবর্জনা বোঝাই আরো ৬০০ বেলুন দক্ষিণে
- রয়টার্স
- ০৩ জুন ২০২৪, ০০:০০
উত্তর কোরিয়া এক রাতে আবর্জনাবোঝাই আরো প্রায় ৬০০ গ্যাস বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে বলে জানিয়েছে সিউল। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে আবর্জনাবহনকারী বেলুনগুলো নেমে আসে। সিগারেটের ফেলে দেয়া টুকরো, কাপড়, বাতিল কাগজ এবং প্লাস্টিকের আবর্জনা ছিল সেসব বেলুনে।
বিবৃতিতে বলা হয়, বেলুনগুলো কোথা থেকে উড়ে আসছে, সামরিক বাহিনী তা শুরু থেকে পর্যবেক্ষণ করছে এবং আকাশে নজরদারি চালিয়ে বেলুনগুলো খুঁজে বের করেছে। বেলুনগুলোর নিচে ঝুলছিল আবর্জনার ব্যাগ। এর আগে গত বুধবারও কয়েক শ’ বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠায় উত্তর কোরিয়া। পয়োঃবর্জ্যরে মতো আবর্জনাও ছিল সেসব বেলুনে। উত্তর কোরিয়া উপহাস করে বলেছিল, সেসব তাদের ‘আন্তরিকতার উপহার’।
এর জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল দক্ষিণ কোরিয়া। সিউলের এক বিবৃতিতে উত্তরের এ ধরনের কর্মকাণ্ডকে ‘বিপজ্জনক’ হিসেবে বর্ণনা করা হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন-সিক রোববার সিঙ্গাপুরে শাংগ্রি-লা নিরাপত্তা সংলাপের অবকাশে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েডের সাথে এক বৈঠকে বলেন, বেলুনগুলো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র জোটের সম্মিলিত প্রতিরক্ষা অবস্থানের ওপর উত্তর কোরিয়ার যেকোনো হুমকি ও উসকানির সমন্বিত জবাব দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা। রোববার উত্তর গিয়ংসাং ও গ্যাংওয়ান প্রদেশ এবং সিউলের কিছু অংশে জরুরি সতর্কতা জারি করে স্থানীয় বাসিন্দাদের বেলুনের সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দেয়া হয়। সেই সাথে এ ধরনের বেলন দেখলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা