১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মেক্সিকোতে সহিংসতার মধ্যেই ভোট

-

মেক্সিকো এবার প্রায় নিশ্চিতভাবেই প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে। প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে এগিয়ে থাকা দুইজনের উভয়ের নারী। এদের একজন ক্লদিয়া শিনবাউম ক্ষমতাসীন দলের প্রার্থী আর তার প্রতিদ্বন্দ্বী শোচিত গালভেজ সম্মিলিত বিরোধীদলীয় প্রার্থী। তারা দু’জনেই জনপ্রিয়তা জরিপে একমাত্র পুরুষ প্রতিদ্বন্দ্বী মধ্যপন্থী সিটিজেন মুভমেন্ট পার্টির মনোনীত প্রার্থী হোর্হে আলভারেজ মাইনেজের চেয়ে অনেক এগিয়ে আছেন।
এ নির্বাচনে ভোটাররা মেক্সিকোর কংগ্রেসের সব সদস্যদের এবং আটটি রাজ্যের গভর্নরদেরও নির্বাচিত করার কথা। পাশাপাশি এদিনের ভোটে রাজধানী মেক্সিকো সিটির স্থানীয় সরকারও নির্বাচিত হয়। এই নির্বাচনের প্রচারণা চলাকালে একের পর এক সহিংস হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার ঘটনায় মেক্সিকোজুড়ে ২০ জনেরও বেশি স্থানীয় প্রার্থী নিহত হয়েছেন।

৬১ বছর বয়সী বিজ্ঞানী শিনবাউম ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়র ছিলেন। তিনি দেশটির বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের আশীর্বাদপুষ্ট প্রার্থী। লোপেজ ওব্রাদর ২০১৮ সাল থেকে মেক্সিকোর ক্ষমতায় ছিলেন। মেক্সিকোর সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট ছয় বছরের এক মেয়াদেই শুধু ক্ষমতায় থাকতে পারেন। এ কারণে ওব্রাদর আর প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না।
কিন্তু ক্ষমতা ছাড়ার মুখে থাকলেও তার জনপ্রিয়তা অটুট রয়েছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে ওব্রাদরের পক্ষে প্রায় ৬০ শতাংশ জনসমর্থন আছে।

 

 


আরো সংবাদ



premium cement
দক্ষিণ সিরিয়া থেকে আরো রুশ সেনা প্রত্যাহার পূর্ব সুদানের বেশিভাগ বাস্তুচ্যুত পরিবার খাদ্যাভাবে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড

সকল