মেক্সিকোতে সহিংসতার মধ্যেই ভোট
- বিবিসি
- ০৩ জুন ২০২৪, ০০:০০
মেক্সিকো এবার প্রায় নিশ্চিতভাবেই প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে। প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে এগিয়ে থাকা দুইজনের উভয়ের নারী। এদের একজন ক্লদিয়া শিনবাউম ক্ষমতাসীন দলের প্রার্থী আর তার প্রতিদ্বন্দ্বী শোচিত গালভেজ সম্মিলিত বিরোধীদলীয় প্রার্থী। তারা দু’জনেই জনপ্রিয়তা জরিপে একমাত্র পুরুষ প্রতিদ্বন্দ্বী মধ্যপন্থী সিটিজেন মুভমেন্ট পার্টির মনোনীত প্রার্থী হোর্হে আলভারেজ মাইনেজের চেয়ে অনেক এগিয়ে আছেন।
এ নির্বাচনে ভোটাররা মেক্সিকোর কংগ্রেসের সব সদস্যদের এবং আটটি রাজ্যের গভর্নরদেরও নির্বাচিত করার কথা। পাশাপাশি এদিনের ভোটে রাজধানী মেক্সিকো সিটির স্থানীয় সরকারও নির্বাচিত হয়। এই নির্বাচনের প্রচারণা চলাকালে একের পর এক সহিংস হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার ঘটনায় মেক্সিকোজুড়ে ২০ জনেরও বেশি স্থানীয় প্রার্থী নিহত হয়েছেন।
৬১ বছর বয়সী বিজ্ঞানী শিনবাউম ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়র ছিলেন। তিনি দেশটির বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের আশীর্বাদপুষ্ট প্রার্থী। লোপেজ ওব্রাদর ২০১৮ সাল থেকে মেক্সিকোর ক্ষমতায় ছিলেন। মেক্সিকোর সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট ছয় বছরের এক মেয়াদেই শুধু ক্ষমতায় থাকতে পারেন। এ কারণে ওব্রাদর আর প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না।
কিন্তু ক্ষমতা ছাড়ার মুখে থাকলেও তার জনপ্রিয়তা অটুট রয়েছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে ওব্রাদরের পক্ষে প্রায় ৬০ শতাংশ জনসমর্থন আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা