শুধু গাজা নয়, সমগ্র মানবতার জন্য হুমকি ইসরাইল : এরদোগান
- ইয়েনি শাফাক
- ৩১ মে ২০২৪, ০০:০৫
তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেছেন, ইসরাইল কেবল গাজার জন্য নয়, বরং সমগ্র মানবতার জন্য হুমকি। গাজায় জাতিসঙ্ঘের চেতনা মরে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একেপি পার্টির আইনপ্রণেতাদের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
এরদোগান বলেছেন, ইসরাইল যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক আইন না মানবে এবং আন্তর্জাতিক আইন মানার প্রয়োজনীয়তা অনুভব না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো রাষ্ট্রই নিরাপদ নয়। ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তুর্কিয়ে নেতা।
এ সময় গাজায় ইসরাইলের প্রাণঘাতী হামলার ব্যাপারে প্রতিক্রিয়া দেখাতে ইসলামী বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। সেই সাথে গাজায় ইসরাইলি আগ্রাসন ঠেকাতে কার্যকর কোনো ভূমিকা নিতে ব্যর্থ হওয়ায় জাতিসঙ্ঘের পাশাপাশি মুসলিম নেতাদের তীব্র সমালোচনা করেছেন এরদোগান। তিনি বলেন, এমনকি নিজেদের কর্মীদেরও রক্ষা করতে পারছে না জাতিসঙ্ঘ। তাহলে আপনি কী ধরনের পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন? গাজায় জাতিসঙ্ঘের চেতনা মরে গেছে।
মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার পশ্চিমের একটি শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইল। শুধু তাই নয়, গত কয়েক দিনে নিরীহ ফিলিস্তিনিদের ওপর বেশ কয়েকটি ন্যক্কারজনক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। উদ্বাস্তু ফিলিস্তিনিদের ওপর চালানো হামলা নিয়ে বিশ্বব্যাপী ইসরাইলের বিরুদ্ধে সমালোচনা চলছে। কিন্তু গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনের বিরুদ্ধে শুধু নিন্দা বা সমালোচনাই করা হচ্ছে, কার্যকর কোনো পদক্ষেপ কোনো পক্ষ থেকে নেয়া হয়নি। এমনই প্রেক্ষাপটে জাতিসঙ্ঘ ও মুসলিম বিশ্বের নেতাদের বিষয়ে এমন সমালোচনা করলেন তুর্কিয়ে প্রেসিডেন্ট।
ইসরাইলের হামলার ঘটনায় একক পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোরও সমালোচনা করে তিনি বলেন, ইসলামী বিশ্বের কাছে আমার কিছু কথা বলার আছে, আপনারা একটি সাধারণ সিদ্ধান্ত নেয়ার জন্য কিসের অপেক্ষা করছেন? মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্কের এই প্রেসিডেন্ট প্রায়ই ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় জাতিসঙ্ঘ, পশ্চিমা বিশ্ব ও মুসলিম দেশগুলোর সমালোচনা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা