দ: আফ্রিকায় নির্বাচনে ভোট গ্রহণ
- রয়টার্স ও আলজাজিরা
- ৩০ মে ২০২৪, ০০:০৫
দক্ষিণ আফ্রিকায় জাতীয় নির্বাচনে গতকাল ভোটগ্রহণ করা হয়েছে। বর্ণবাদ বিদায় নেয়ার পর এই প্রথম দেশটিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ করা হলো। এবার দেশটিতে মোট নিবন্ধিত ভোটার দুই কোটি ৭০ লাখ। প্রায় ২৩ হাজার ভোট কেন্দ্রে স্থানীয় সময় বুধবার সকাল ৭টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্তভোট গ্রহণ করা হয়।
নির্বাচন উপলক্ষে এদিন দেশটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়। জাতীয় পার্লামেন্টের সদস্যদের ছাড়াও ভোটররা দেশটির ৯টি প্রদেশের ২৩ হাজার ২৯২টি ভোটকেন্দ্রে ভোট দেন ভোটাররা। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তায় আগের দিন মঙ্গলবারই দেশজুড়ে প্রায় ১৭ হাজার পুলিশ মোতায়েন করা হয়। বুধবার ভোট শেষ হওয়ার পর নির্বাচন কমিশনকে সাত দিনের মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে হবে।