১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলায় নিহত ২

-

দক্ষিণ লেবাননে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত দুইজন। সোমবার বিনত জেবিল শহরের একটি হাসপাতালের প্রবেশপথের পাশেই হামলার এ ঘটনা ঘটে। হামলায় মোটরসাইকেল চালক ও হাসপাতালের নিরাপত্তারক্ষী নিহত হয়। আহত হয়েছে অন্তত ৯ জন। চালককে লক্ষ্য করে কেন হামলা চালানো হলো, তা জানা যায়নি। এমনকি কেন তাকে টার্গেট করা হলো, তাও পরিষ্কার নয়।
হামলার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি ইসরাইলি সেনাবাহিনী। তবে বলেছে, সন্ত্রাসী দের লক্ষ্য করে লেবাননের অন্যান্য শহরে হামলা চালানো হচ্ছে। গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার একদিন পর, ৮ অক্টোবর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই সীমান্ত এলাকায় ইসরাইলি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। ইসরাইলের পালটা হামলায় এ পর্যন্ত লেবাননে ৪০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশির ভাগই হিজবুল্লাহ ও তার সহযোগী সংগঠনের সদস্য। ইসরাইলের দাবি হিজবুল্লাহর হামলায় তাদের ১৫ সেনা ও ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।


আরো সংবাদ



premium cement