নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করতে পাকিস্তানের সাথে কাজ করবে চীন
- জিয়ো নিউজ
- ২৯ মে ২০২৪, ০০:০৫
নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করতে এবং চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান কর্তৃপক্ষের সাথে অব্যাহতভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন। মার্চে পাকিস্তানের দাসুতে আত্মঘাতী হামলায় চীনের বেশ কয়েকজন নাগরিক নিহত হন। এ বিষয়ে পাকিস্তানি কর্মকর্তাদের সাথে সংবাদ সম্মেলনে সোমবার বক্তব্য রাখেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। এ সময় তিনি ওই প্রতিশ্রুতি দেন।
জাতীয় সন্ত্রাসবিরোধী কর্তৃপক্ষের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি যৌথভাবে ওই সংবাদ সম্মেলন আয়োজন করেন। এ সময় মন্ত্রী মোহসিন নাকভি দাসু হামলায় জড়িত মিলিট্যান্টদের পাকিস্তানের হাতে তুলে দেয়ার আহ্বান জানান আফগানিস্তানের প্রতি। তদন্ত প্রতিবেদনের মতে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীনা নাগরিকদের বিরুদ্ধে দাসু এলাকার বেশামে সন্ত্রাসী হামলা চালিয়েছে আফগানিস্তানে অবস্থান করা তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি)। আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রতি টিটিপির নেতাদের গ্রেফতার করার অনুরোধ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পাকিস্তান।