১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হামাসকে ধ্বংস করতে চাওয়া বাগাড়ম্বর জিততে পারবে না ইসরাইল

মোসাদের সাবেক প্রধান
-

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান দানি ইয়াতম বলেছেন, হামাসের বিরুদ্ধে ইসরাইল তার লক্ষ্য অর্জন করতে পারবে না। সোজা কথায় বললে, যে চূড়ান্ত বিজয়ের কথা ইসরাইল বলে, তা অর্জিত হবে না। একই সাথে, গাজায় হামাসের হাতে বন্দী ইসরাইলি বন্দীদের মুক্তির সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।
ইসরাইলি সম্প্রচারমাধ্যম চ্যানেল থার্টিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন দানি ইয়াতম। সাক্ষাৎকারে সাবেক এই গোয়েন্দাপ্রধান জোর দিয়ে বলেন, হামাস প্রতিনিয়ত সাফল্য অর্জন করছে। এই অবস্থায় তিনি ইসরাইলি অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে বন্দীদের ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন সব কিছু করতে প্রস্তুত।
বন্দীদের ফিরিয়ে আনা ইসরাইল সরকারের সর্বোচ্চ প্রাধান্য হওয়া উচিত উল্লেখ করে দানি ইয়াতম আরো বলেন, এটি ছাড়া ইসরাইল সরকারকে যুদ্ধ বন্ধ করতে আর কোনো বিষয়ই সেই অর্থে চাপ দিতে পারবে না। মোসাদের সাবেক এই প্রধান আরো বলেন, ‘ইসরাইল তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে এবং গাজা যেমন আছে তেমনই থাকবে।’

দানি ইয়াতম আরো বলেন, ‘এমনকি যদি ইসরাইলি বাহিনী আরো কয়েক মাস গাজায় অবস্থান করে এর স্থলভাগ ও টানেলগুলোতে যুদ্ধ চালিয়ে যায়, তবু তারা হামাস যোদ্ধাদের বেশির ভাগকেও হত্যা করতে সক্ষম হবে না। এমনকি ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী গাজায় হামাসের অবকাঠামো বা লোকবলের সংখ্যাগরিষ্ঠতা ধ্বংস করতেও ব্যর্থ হবে।’
মোসাদের সাবেক এই প্রধান বলেন, ‘হামাস আজ থেকে ২৩৩ দিন আগে অপারেশন আল-আকসা ফ্লাড পরিচালনা করার পরও তেল আবিব লক্ষ্য করে রকেট ছুড়ছে। আমি এতে বিস্মিত হইনি। কারণ সবাই জানে যে, হামাস এখনো এ ধরনের রকেট হামলা চালানোর ক্ষমতা রাখে।’
একই বিষয়ে ইসরাইলি প্রতিরক্ষাবাহিনীর সাবেক মেজর জেনারেল মাতান ভিলাই বলেন, ‘হামাস ইসরাইলের মধ্যাঞ্চল লক্ষ্য করে হামলা চালিয়ে নিশ্চিত করেছে যে, তারা এখনো সক্রিয় রয়েছে।’ এ সময় তিনি বলেন, ‘হামাসকে ধ্বংস করার আলোচনা আসলে ফাঁকা বুলি বা বাগাড়ম্বর, যা ইসরাইলে ব্যাপকভাবে আলোচনা করা হয়।’


আরো সংবাদ



premium cement
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতকে কাঠাল গাছে ঝুলিয়ে মেরে ফেলার হুমকি ইউপি চেয়ারম্যানের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির

সকল