ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর কাছে স্বীকৃতির কাগজপত্র হস্তান্তর নরওয়ের
- দ্য নিউ আরব
- ২৮ মে ২০২৪, ০০:০০
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সর্বশেষ পদক্ষেপ হিসেবে ২৬ মে, রোববার নরওয়ে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর কাছে কূটনৈতিক কাগজপত্র হস্তান্তর করেছে। এটি একটি বড় প্রতীকী পদক্ষেপ ছিল যা ইসরাইলকে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ করেছে।
রোববার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড, ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার কাছে কাগজপত্র হস্তান্তর করেন। গতকাল ২৭ মে, সোমবার ফিলিস্তিনের প্রতি সমর্থন জোগাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী এবং ইইউ এর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মুস্তফা। এর আগে ২২ মে আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার অঙ্গীকার করেছিল। তারা জানিয়েছিল, রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের আনুষ্ঠানিক স্বীকৃতি ২৮ মে, ২০২৪ সাল থেকে কার্যকর হবে। ইউরোপীয় এই তিন দেশের কূটনৈতিক পদক্ষেপটি ফিলিস্তিনি কর্মকর্তারা স্বাগত জানিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা