ভারতে মাতৃদুগ্ধ বিক্রি ও প্রক্রিয়াজাতকরণ নিষিদ্ধ
- হিন্দুস্তান টাইমস
- ২৭ মে ২০২৪, ০০:০৫
ভারতে মায়ের বুকের দুধ এবং সেই দুধ থেকে উৎপাদিত পণ্যের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথোরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই) গত শুক্রবার মাতৃদুগ্ধ এবং তা থেকে উৎপাদিত পণ্য বিক্রির বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে। এফএসএসএআই এক বিবৃতিতে বলেছে, মায়ের বুকের দুধ ও এর পণ্যের বাণিজ্যিকীকরণ সম্পর্কিত সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।
এই নির্দেশ লঙ্ঘন করলে খাদ্য ব্যবসা অপারেটরদের (এফবিও) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে শীর্ষ খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। এ ছাড়া মাতৃদুগ্ধ বিক্রির সাথে জড়িতদের লাইসেন্স না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে এফএসএসএআই। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, রাজ্য ও কেন্দ্রীয় লাইসেন্সিং কর্তৃপক্ষের নিশ্চিত করা উচিত যে, মায়ের দুধ প্রক্রিয়াজাতকরণ বা বিক্রয়ের সাথে জড়িত এফবিওকে কোনো লাইসেন্স বা রেজিস্ট্রেশন দেয়া হবে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা