১৭ জুন ২০২৪
`

নিউ ক্যালিডোনিয়ায় বিদ্রোহ পরিস্থিতি নজিরবিহীন : মাক্রোঁ

-

ফ্রান্সের অধীনে থাকা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ নিউ ক্যালিডোনিয়া পরিস্থিতি অগ্নিগর্ভ। নিরাপত্তারক্ষী এবং বিক্ষোভকারীদের সংঘর্ষে ইতোমধ্যেই ছয়জনের মৃত্যুর খবর মিলেছে। তাদের মধ্যে দুই পুলিশকর্মীও আছেন। সেখানকার এই পরিস্থিতিকে বৃহস্পতিবার ‘নজিরবিহীন বিদ্রোহী আন্দোলন’ বলে বর্ণনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।
নিউ ক্যালিডোনিয়ার রাজধানী ন্যুমিয়ার পুলিশ সদর দফতর পরিদর্শনের সময় এদিন মাক্রোঁ বলেন, সামনে আরো কঠিন দিন আসছে। তবে প্যারিস শান্তি ফিরিয়ে আনতে শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে। বিতর্কিত একটি নির্বাচনী সংস্কারকে কেন্দ্র করে দ্বীপটিতে ছড়িয়ে পড়া দাঙ্গা-হাঙ্গামায় দুই পুলিশসহ ছয়জন নিহত হওয়া ছাড়াও শত শত বিক্ষোভকারী আহত হয়েছে। চলছে লুটপাট, অগ্নিসংযোগ।

 


আরো সংবাদ



premium cement