১৭ জুন ২০২৪
`
সিঙ্গাপুর এয়ারলাইন্সে টার্বুলেন্স

২২ যাত্রীর মেরুদণ্ডে গুরুতর আঘাত

-

সিঙ্গাপুর এয়ারলাইন্সের যে বিমানটি গত মঙ্গলবার মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার হয়েছিল সেটির ২২ যাত্রী মেরুদণ্ডে গুরুতর আঘাত নিয়ে ব্যাংককে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। লন্ডন থেকে সিঙ্গাপুরগামী বোয়িং ৭৭৭-৩০০ বিমানটি মঙ্গলবার ভারত মহাসাগরের উপর মারাত্মক টার্বুলেন্সের শিকার হওয়ার পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
বিমানটিতে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে একজন যাত্রী টার্বুলেন্সের সময় হদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এয়ার লাইন কর্তৃপক্ষ জানায়, এখনো সব মিলিয়ে মোট ৪৬ জন যাত্রী ও ক্রু ব্যাংককে হাসপাতালে ভর্তি আছেন। বাকি যাত্রীরা পরদিন ভোরে অন্য একটি উড়োজাহাজে সিঙ্গাপুর পৌঁছান।

টার্বুলেন্সের শিকার হওয়া উড়োজাহাজটির যাত্রীদের কয়েকজন বিবিসিকে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তারা বলেন, তাদের মনে হয়েছিল হঠাৎ করেই উড়োজাহাজটি অনেকটা নিচে নেমে যায়। যে কারণে যেসব যাত্রী সিটবেল্ট পরে ছিলেন না তারা ‘রকেট গতিতে ছিটকে উপরে উঠে গিয়ে কেবিনের সিলিংয়ের সাথে ধাক্কা খান’। ব্যাংককের সামিতিভেজ শ্রীনাকারিন হাসপাতালের পরিচালক জানান, এখনো ৪১ জন যাত্রী তাদের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে অর্ধেকই আইসিইউতে রয়েছেন। ‘২২ জন যাত্রী মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর এবং তাদের প্রাণহানির শঙ্কা রয়েছে।’

 


আরো সংবাদ



premium cement