ইন্ডিয়া জোট জিতলে প্রধানমন্ত্রী হবেন না কেজরিওয়াল
- পিটিআই
- ২৫ মে ২০২৪, ০০:০০
ইন্ডিয়া জোট জিতলে দেশের প্রধানমন্ত্রী হতে চান না বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। তার মূল লক্ষ্য ‘একনায়কতন্ত্র’ থেকে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করা বলেও জানিয়েছেন তিনি।
বুধবার সংবাদসংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটিই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আমার এমন কোনো উদ্দেশ্য নেই। আমরা (আপ) খুব ছোট দল, মাত্র ২২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। কেজরিওয়াল দাবি করেন, বিজেপি ক্ষমতায় ফিরলে সব বিরোধী নেতাদের জেলে যেতে হবে। পাশাপাশি নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন তিনি।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবেন কি না, সেই প্রশ্নের উত্তরে কেজরিওয়াল বলেন, ‘এ ধরনের কোনো আলোচনা হয়নি। এটি একটি তাত্ত্বিক প্রশ্ন। আমরা যখন একসাথে বসব, তখন এ নিয়ে আলোচনা করব।’
ইন্ডিয়া জোটে কোনো প্রধানমন্ত্রীর মুখ না থাকা নিয়ে প্রশ্ন করা হলে কেজরিওয়াল বলেন, ‘এ মুহূর্তে সবার উদ্বেগ হলো যে তারা (বিজেপি) কাউকে ছাড়বে না।’ দিল্লিতে বিরোধীদের জোটের জয় হবে বলেও আশা প্রকাশ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা