১৬ জুন ২০২৪
`

বাদশাহ সালমান সুস্থ আছেন, জানালেন সৌদি যুবরাজ

-

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য দিয়েছেন যুবরাজ সালমান। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে বলা হয়েছে, মঙ্গলবার সৌদি আরবের মন্ত্রিপরিষদের বৈঠকের সময় এক বিবৃতিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজের শারীরিক অবস্থা তুলে ধরেন। এ সময় তিনি বাদশাহের খোঁজখবর নেয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে গত রোববার বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তার চিকিৎসকদের অনুরোধে উচ্চরক্তচাপ ও জয়েন্টের ব্যথার পরীক্ষা করাতে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে পরে জানানো হয়, বাদশাহ ফয়সাল ফুসফুসের সংক্রমণ চিকিৎসার অংশ হিসেবে অ্যান্টিবায়োটিক থেরাপি নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এরপর ২৪ ঘণ্টার নিয়মিত চেকআপের পর তিনি জেদ্দার কিং ফয়সাল হাসপাতাল ছেড়ে যান। এর আগে, ৮৮ বছর বয়সী বাদশাহ ফয়সাল সর্বশেষ এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।


আরো সংবাদ



premium cement