ইতালির নেপলস শহরে ১৬০ বারের বেশি ভূমিকম্প
- বিবিসি
- ২৩ মে ২০২৪, ০০:০৫
কয়েক ঘণ্টায় দেড় শতাধিক ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালির নেপলস শহর। ইতালির দক্ষিণাঞ্চলীয় ওই শহরের আশপাশের এলাকায় ভূমিকম্পের পর বাড়িঘর থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া বন্ধ করে দেয়া হয়েছে অনেক স্কুল।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যা থেকে রাতভর দফায় দফায় ভূমিকম্প আঘাত হেনেছে। সেখানে ১৬০ বারের বেশি ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৪ দশমিক ৪ মাত্রার। দেশটির পোজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত ৮টার দিকে এই ভূমিকম্পটি আঘাত হানে। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) জানিয়েছে, গত ৪০ বছরের মধ্যে এটাই ছিল ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
নেপলস শহরের মেয়র ম্যানফ্রেদি জানিয়েছেন, দফায় দফায় ভূমিকম্পের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তিনি জানিয়েছেন, কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন। ভূমিকম্পের পর পোজুলিতে কয়েক শ’ তাঁবু টাঙানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা