মুক্তি পেলেন পিটিআই প্রেসিডেন্ট পারভেজ এলাহি
- জিয়ো টিভি
- ২৩ মে ২০২৪, ০০:০৫
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রেসিডেন্ট পারভেজ এলাহি লাহোরের কোট লাখপত কারাগার থেকে মুক্তি পেয়েছেন। পাঞ্জাব বিধানসভায় অবৈধ নিয়োগ মামলায় লাহোর হাইকোর্ট (এলএইচসি) জামিন অনুমোদন করার পর তিনি মুক্তি পান। এলাহির জামিন আবেদনের ওপর রায় ঘোষণা করেন লাহোর হাইকোর্টের বিচারপতি সুলতান তানভীর। মুক্তির পর পিটিআই প্রেসিডেন্ট প্রাদেশিক রাজধানীতে তার বাসভবনে পৌঁছেন।
৯ মে’র ঘটনার পর বিরোধী দলের ওপর দমন-পীড়নের সময় গ্রেফতার হওয়া কয়েক ডজন পিটিআই নেতার মধ্যে এলাহিও ছিলেন। গত বছর দুর্নীতির মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে গ্রেফতারের পর ৯ মে দেশটির বিভিন্ন অংশে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দাঙ্গায় সামরিক স্থাপনাসহ সরকারি ও বেসরকারি স্থাপনাতেও হামলা চালানো হয়। সেনাবাহিনী ৯ মে তারিখটিকে দেশটির ইতিহাসে ‘কালো অধ্যায়’ হিসেবে ঘোষণা করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা