১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আস্থা ভোটের মুখে নেপালের প্রধানমন্ত্রী

-

ক্ষমতা গ্রহণের দেড় বছরের মধ্যে আরো একবার আস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচন্ড। আজ সোমবার তার বিরুদ্ধে চতুর্থ দফায় এ ভোট হচ্ছে পার্লামেন্টে। কিন্তু সেই ভোটে তিনি বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেছেন। জোটে থাকা একটি শরিক দল তার সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে। ফলে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে আস্থা ভোটে মুখোমুখি হতে হচ্ছে তাকে।
৬৯ বছর বয়সী প্রচন্ড সাবেক গেরিলা নেতা। তিনি কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী মধ্যপন্থী) দলের সাথে যুক্ত। দেশটির নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এ দলটি হলো তৃতীয় বৃহৎ। সমবায়বিষয়ক তহবিলের নয়ছয় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রবি লামিছানে এমন অভিযোগ তুলেছে বিরোধী নেপালি কংগ্রেস। এ অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে শুনানিতে বাধা সৃষ্টি করা হয়েছে।
কাঠমান্ডুতে শনিবার ক্ষমতাসীন দলের এক কর্মসূচিতে প্রধানমন্ত্রী প্রচন্ড বলেছেন, পার্লামেন্টে পরীক্ষায় আমার সরকার টিকে থাকবে। এ নিয়ে কোনোই সন্দেহ নেই। ক্ষমতাসীন জোট ও বিরোধী দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে মতবিরোধ মিটিয়ে ফেলা হবে।


আরো সংবাদ



premium cement