শঙ্কামুক্ত নন গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী
- রয়টার্স
- ২০ মে ২০২৪, ০০:০০
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা কাটেনি। তার অবস্থা এখনো গুরুতর। তিনি বড় ধরনের জটিলতায় পড়ার ঝুঁকিতে রয়েছেন। দেশটির উপপ্রধানমন্ত্রী রবার্ট কালিনাক ও চিকিৎসক এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে রবার্ট কালিনাক বলেন, ‘এটা বলা গুরুত্বপূর্ণ যে, আমরা এখনো জয়ী হইনি। গুলিবিদ্ধ রবার্ট ফিকো বিসত্রিচা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে শনিবার সেই হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
রবার্ট কালিনাক বলেন, পেটে গুলে লাগলে তা প্রাণঘাতী। চিকিৎসকরা সেই আশঙ্কা কাটিয়ে শারীরিক অবস্থা আরো স্থিতিশীল করে তুলতে পেরেছেন। গুলি লাগার ক্ষত সবসময় গুরুতর। এ দিকে চিকিৎসকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ রবার্ট ফিকো এখনো বড় জটিলতায় পড়ার ঝুঁকিতে রয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা