রাশিয়ার সাথে অস্ত্র দেয়া-নেয়ার কথা অস্বীকার উ: কোরিয়ার
- রয়টার্স
- ১৮ মে ২০২৪, ০০:০০
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং আবারো রাশিয়ার সাথে তার দেশের অস্ত্র দেয়া-নেয়ার কথা অস্বীকার করেছেন। উত্তর কোরিয়ার প্রভাবশালী এই নারী বলেছেন, তার দেশ সম্প্রতি যে অস্ত্র তৈরি ও হালনাগাদ করেছে, সেগুলো অন্য দেশের কাছে বিক্রির জন্য নয়। গতকাল শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত খবর থেকে এসব কথা জানা গেছে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অভিযোগ, ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া। মস্কো ও পিয়ংইয়ং এই অভিযোগ অস্বীকার করে আসছে। তবে নিজেদের মধ্যে সামরিক সম্পর্ক গভীর করার ব্যাপারে অঙ্গীকার করেছে রাশিয়া ও উত্তর কোরিয়া। সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের রাশিয়া সফর এবং দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি শীর্ষ পর্যায়ের বৈঠকের পর দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরালো হয়েছে।
কিম ইয়ো জংয়ের দাবি, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্রসংক্রান্ত চুক্তি হয়েছে বলে যে ‘তত্ত্ব’ ছড়ানো হচ্ছে, তা মনগড়া ও কাল্পনিক। এটা এতটাই ‘অযৌক্তিক তত্ত্ব’ যে এ নিয়ে কারো মূল্যায়ন বা ব্যাখ্যার প্রয়োজন পড়ে না।