গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে গ্রেফতার ৩, ক্ষুব্ধ প্রতিক্রিয়া চীনের
- টেলিগ্রাফ
- ১৬ মে ২০২৪, ০০:০৫
ব্রিটেনে গুপ্তচরবৃত্তির অভিযোগে হংকং বংশোদ্ভূত তিন ব্রিটিশ নাগারিককে গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। লন্ডনে চীনা দূতাবাস বলেছে, আটককৃত তিনজনকে অযৌক্তিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে ব্রিটেন। তারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। গ্রেফতার তিনজন হলেন- চি লেউং ওয়াই, ম্যাথিউ ট্রিকেট এবং চুং বিউ ইউয়েন। তারা হংকংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
গ্রেফতারের পর সোমবার তাদের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত শুনানিতে হাজির করা হয়েছিল। আদালত তাদের শর্তসাপেক্ষে জামিন দেন। জেলা বিচারক লুইসা সিসিওরা বলেন, তাদের অবশ্যই রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ মেনে চলতে হবে, পুলিশকে সাপ্তাহিক রিপোর্ট করতে হবে, বিদেশে ভ্রমণ করতে পারবে না এবং তারা যে ডিভাইসগুলোতে ইন্টারনেট ব্যবহার করে সেগুলো সম্পর্কে পুলিশকে জানাতে হবে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা