মুম্বাইয়ে ঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ে নিহত ১৪
- রয়টার্স
- ১৫ মে ২০২৪, ০০:০৫
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ঝড়ের মধ্যে একটি দৈত্যাকার বিলবোর্ড ভেঙে পড়ে ১৪ জন নিহত ও ৭০ জনেরও বেশি আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যায়। এ সময় নগরীর ঘাটকোপার এলাকায় একটি পেট্রলপাম্পের বিপরীত দিকে থাকা ৭০ মিটার বাই ৫০ মিটার মাপের ওই বিজ্ঞাপনী বোর্ডটি ভেঙে পড়ে। সেটি সরাসরি পেট্রলপাম্পটির ওপর এসে পড়ে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিলবোর্ডটি পেট্রলপাম্পে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ির ওপরে এসে পড়ে। গাড়িগুলোর ছাদ বিলবোর্ডটির ধাতব কাঠামো ভেদ করে বের হয়ে থাকে, অনেকগুলো গাড়ি চূর্ণ হয়ে যায়। শতাধিক মানুষ বিলবোর্ডটির নিচে চাপা পড়েন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অন্তত ৬৭ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এখনো ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানায় পুলিশ।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে জানান, রাজ্য সরকার এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে। সোমবার ধুলা ঝড়ের কবলে পড়ে মুম্বাই। এতে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা বিঘিœত হয়, বড় বড় গাছ উপড়ে যায়, অবকাঠামো ভেঙে পড়ে এবং অনেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। ঝড় শুরুর মুহূর্তে আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল। অনেকে সামাজিক মাধ্যমে ওই মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করেছেন। আকাশ অন্ধকারে ঢেকে যাওয়ায় স্থানীয় ট্রেন, মেট্রো নেটওয়ার্কের একাংশ এবং বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়। মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ধুলা ঝড়ে আকাশ অন্ধকার হয়ে পড়ার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় ও ঝড়ো বাতাসের কারণে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা প্রায় ৬৬ মিনিট বন্ধ ছিল।