আরো ৩ দেশের জন্য সৌদির ই-ভিসা চালু
- খালিজ টাইমস
- ১৩ মে ২০২৪, ০০:০০
সৌদি আরব তিনটি নতুন দেশের নাগরিকদের অন্তর্ভুক্ত করার উদ্দেশে অনলাইনে ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু করেছে। ওই তিন দেশের নাগরিকরা এখন থেকে অনলাইনে ই-ভিসা পেতে পারবেন। পাশাপাশি তারা চাইলে সৌদিতে পৌঁছে ‘অন অ্যারাইভাল’ ভিসাও পেতে পারেন। নতুন দেশগুলো হলো বার্বাডোস, কমনওয়েলথ অফ বাহামাস ও গ্রানাডা। এই তিন দেশ মিলিয়ে সৌদিতে মোট ৬৬ দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন।
নতুন অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিকদের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইইউ-এর বাসিন্দা এবং সেসব অঞ্চলের পর্যটন ভিসাধারীরাও সৌদিতে পর্যটন ভিসা পাবেন। গালফভুক্ত দেশের স্থায়ী বাসিন্দাদের পর্যটন, ওমরাহ পালন, পরিবার এবং বন্ধুদের সাথে দেখা করা এবং বিভিন্ন ইভেন্ট, প্রদর্শনী এবং সম্মেলনে অংশ নেয়ার জন্যও সৌদির ভিসা পাওয়া যাচ্ছে।
সৌদি আরবের সমৃদ্ধ পর্যটন কেন্দ্র প্রদর্শন, দর্শনার্থীদের সাংস্কৃতিক অভিজ্ঞতায় যুক্ত করতে এবং আন্তর্জাতিক মিথস্ক্রিয়ার উদ্দেশে দেশটির পর্যটন মন্ত্রণালয় ২০১৯ সালের সেপ্টেম্বরে সালে পর্যটন ভিসা চালু করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা