মিয়ানমারে জান্তার বিমান হামলায় ১৬ বিদ্রোহী নিহত
- রেডিও ফ্রি এশিয়া ও ইরাবতি
- ১৩ মে ২০২৪, ০০:০০
মিয়ানমারে বিদ্রোহীদের গোপন বৈঠকে জান্তার বিমান হামলায় ১৬ জন নিহত হয়েছে। বিদ্রোহীরা ম্যাগওয়ে অঞ্চলের ইরাবতি নদীর তীরবর্তী এলাকার একটি বৌদ্ধ বিহারে বৈঠক করার সময় বিমান হামলা চালায় জান্তা সেনারা। কো লিন নামের ওই এলাকার একজন বাসিন্দা জানান, শহরের আহ কি পান পা লুন গ্রামে বৃহস্পতিবার সকালে হামলায় নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।
১৬ জন হওয়া ছাড়াও আহত হয়েছে ৩০ জন। আহতদের কারো কারো অবস্থা আশঙ্কাজনক। হামলাটি চালানো হয় ৫০০ পাউন্ড বোমা দিয়ে। এ হামলায় বৌদ্ধ বিহারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং মাটিও পুড়ে গেছে। রেডিও ফ্রি এশিয়াকে কো লিন বলেন, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে। এখনো অনেক লোক নিখোঁজ রয়েছেন এবং অনেকের মরদেহ তাৎক্ষণিকভাবে উদ্ধার করা যায়নি।
অনলাইনে পোস্ট করা ছবিতে প্রতিরোধ যোদ্ধা ও বাসিন্দাদের ধোঁয়া ও ধ্বংসস্তূপের মধ্যে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ করতে দেখা যায়। অনেক লাশের মাথা, হাত-পা ও দেহের ক্ষতি হওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। অন্যান্য ছবিতে পোড়া গাছ, জ্বলন্ত কাঠামো এবং বোমা হামলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা দস্তার প্রলেপ দেখা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা