ইসরাইলি সামরিক ঘাঁটিতে সরাসরি হিজবুল্লাহর আঘাত
- আলজাজিরা
- ১২ মে ২০২৪, ০০:০৫
লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলের রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ করে গতকাল শনিবার রকেট ও কামান হামলা চালিয়েছে তারা। এসব রকেট ও কামানের গোলা এ ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা। তবে হামলার ব্যাপারে ইসরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ করে ব্যাপক বিমান হামলা চালায় দখলদার ইসরাইলি সেনাবাহিনী। এর পর দিনই ইসরাইলি ঘাঁটিতে আঘাত হেনেছে হিজবুল্লাহর যোদ্ধারা।
ইসরাইলি বিমান হামলা শুক্রবার আঘাত হানে একটি মোবাইল ফোন ট্রান্সমিশন সাইটে। যেটি লেবাননের তায়ার হারফাতে অবস্থিত। ওই হামলায় একজন প্যারামেডিক এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মী প্রাণ হারান। ওই হামলার পরই প্রতিশোধ নিতে হিজবুল্লাহর যোদ্ধারা সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে। হিজবুল্লাহ পরবর্তীতে জানিয়েছে, তারা ইসরাইলের একটি ‘নজরদারি স্থাপনায়’ হামলা চালিয়েছে এবং তাদের চালানো হামলা সরাসরি আঘাত হেনেছে।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর পর দিন থেকে ইসরাইলের ওপর হামলা চালানো শুরু করে হিজবুল্লাহও। দখলদার ইসরাইলি সেনারা যেন গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও ব্যস্ত থাকে সেজন্য হিজবুল্লাহ ইসরাইলি অবকাঠামো লক্ষ করে হামলা চালানো অব্যাহত রাখে। যদিও হিজবুল্লাহ এখনো ইসরাইলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়নি তবে যেকোনো সময় লেবানন-ইসরাইল সীমান্তে বড় যুদ্ধ বেধে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা