নেতানিয়াহুকে গ্রেফতার দাবি মার্কিন কংগ্রেস ওম্যানের
- দ্য হিল
- ১০ মে ২০২৪, ০০:০০
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালানোর দায়ে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেস ওম্যান রাশিদা তালিব। ইসরাইল যখন বিশ্ব সম্প্রদায়ের পরামর্শ উপেক্ষা করে গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে আগ্রাসন শুরু করেছে এবং এরইমধ্যে রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে তখন রাশিদা তালিব এই আহ্বান জানালেন।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানসহ আরো অনেক বিশ্বনেতা নেতানিয়াহুকে গণহত্যার দায়ে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছিলেন। তিনি বলেন, গাজায় গণহত্যার জন্য চূড়ান্তভাবে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও অন্য সিনিয়র কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি করার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আন্তর্জাতিক জেনোসাইড কনভেনশনের আওতায় ইসরাইল সুস্পষ্টভাবে আইন লঙ্ঘন করেছে যার প্রমাণাদি রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা