দামেস্কে ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত
- রয়টার্স
- ১০ মে ২০২৪, ০০:০০
দামেস্কের আকাশে ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছে সিরিয়া। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়। তারা জানিয়েছে, গ্রামের দিকে একটি ভবনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়েছিল ইসরাইল। বছরের পর বছর ধরে সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে ইসরাইল। তবে ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে হামাসের হামলার পর সিরিয়ায় এ ধরনের হামলার মাত্রা বাড়িয়েছে ইসরাইল।
এর আগে ১ এপ্রিল দামেস্কের ইরানি এম্বাসিতে ইসরাইলি হামলায় ইরানি রেভুলিউশনারি গার্ড কোরের এক সিনিয়র কমান্ডারসহ আরো কয়েকজন অফিসার নিহত হন। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলি ভূখণ্ডে প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় ইরান। উত্তর সীমান্তেও লেবাননের প্রতিরোধগোষ্ঠী হিজবুল্লাহর সাথেও নিয়মিত গুলি বিনিময় করছে ইসরাইল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা