ইসরাইলের ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা
- আরব নিউজ
- ০৭ মে ২০২৪, ০০:০৫
ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলের হামলার প্রতিশোধ হিসেবে গতকাল সোমবার গোলান মালভূমির একটি ইসরাইলি ঘাঁটিতে ‘বেশ কয়েকটি কাতিউশা রকেট’ হামলা চালিয়েছে তারা। এর আগে লেবাননের সরকারি মিডিয়া জানায়, দেশটির পূর্বাঞ্চলে সোমবার ভোরে ইসরাইলি হামলায় তিন বেসামরিক লোক আহত হয়েছে। তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি, তাদের নিক্ষিপ্ত রকেটগুলো হিজবুল্লাহর একটি ‘সামরিক কম্পাউন্ডে’ আঘাত হেনেছে।
এ দিকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের নাফাহ ঘাঁটিতে গোলান বিভাগের সদর দফতর লক্ষ্য করে বেশ কয়েকটি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। গ্রুপটি এক বিবৃতিতে বলেছে, ‘এটি লেবাননের বেকা অঞ্চলকে লক্ষ্য করে শত্রুর হামলার জবাব।’ গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে স্বাধীনতাকামী হামাসের হামলার পরিপ্রেক্ষিতে গাজা উপত্যকায় উভয় পক্ষের মধ্যে যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত গুলি বিনিময় অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামাস-মিত্র হিজবুল্লাহ উত্তর ইসরাইলে হামলার তীব্রতা বাড়িয়েছে আর ইসরাইলি সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ডের গভীরে হামলা চালিয়েছে। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে,‘শত্রুর (ইসরাইলি) যুদ্ধবিমানগুলো আজ মধ্যরাতের দিকে সিফ্রির একটি কারখানায় হামলা চালালে তিন বেসামরিক লোক আহত ও ভবনটি ধ্বংস হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা