কেনিয়ায় বন্যা, ভূমিধসে মৃত্যু বেড়ে ১৮১
- রয়টার্স
- ০৩ মে ২০২৪, ০০:০৫
কেনিয়ায় মার্চ থেকে শুরু হওয়া বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৮১ জনে দাঁড়িয়েছে। একই কারণে প্রতিবেশী তাঞ্জানিয়া ও বুরুন্ডিতেও বহু মানুষের মৃত্যু হয়েছে। কেনিয়ার প্রবল বৃষ্টি ও বন্যার কারণে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে বুধবার দেশটির সরকার ও রেড ক্রস জানিয়েছে।
প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে ঘরবাড়ি, রাস্তা, সেতু ও অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়েছে। কেনিয়ায় এবারের বন্যায় মৃতের সংখ্যা গতবারের এল নিনো আবহাওয়াজনিত কারণে হওয়া প্রাকৃতিক দুর্যোগের মৃত্যুকে ছড়িয়ে গেছে।
কেনিয়ার মধ্যাঞ্চলীয় শহর মাই মাহিউতে সোমবার হড়কা বানে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়। বুধবার আবর্জনার মধ্যে দু’টি লাশ পাওয়া গেছে বলে রেড ক্রস জানিয়েছে। রেড ক্রসের এক কর্মকর্তা জানান, সামরিক বাহিনীর সদস্যরা উদ্ধারকারী কুকুর নিয়ে তল্লাশি অভিযানে যোগ দিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা