১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
গ্রেফতারি পরোয়ানা জারি না করার আহ্বান যুক্তরাষ্ট্রের

নেতানিয়াহুকে গ্রেফতারে পরোয়ানা জারি হতে পারে এ সপ্তাহেই

-

গাজায় একের পর এক যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের নির্দেশ দেয়ার অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত এবং ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে চলতি সপ্তাহেই গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
ইসরাইলের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। সম্ভাব্য সেই পরোয়ানা এড়াতে ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ব্যাপক তৎপরতা শুরু করেছে বলেও এনবিসিকে বলেছেন ওই সরকারি কর্মকর্তা। এ প্রসঙ্গে আইসিসির সাথে যোগাযোগ করে এনবিসির সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, সত্যিই চলতি সপ্তাহে নেতানিয়াহু, গ্যালান্ত ও অন্যান্য ইসরাইলি সামরিক কর্মকর্তার বিরুদ্ধে চলতি সপ্তাহেই গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হচ্ছে কি না।
জবাবে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা ফিলিস্তিন রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে একটি মুক্ত ও অবাধ তদন্ত পরিচালনা করছি। এই কাজের সুবিধার্থে যে কোনো পদক্ষেপ আমাদের নিতে হতে পারে; কিন্তু যেহেতু এটি তদন্তাধীন বিষয়, তাই এ প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু বলার সুযোগ নেই।’ ২০১৪ সালে হামাস-ইসরাইল যুদ্ধের পর ২০১৭ সালে তার তদন্ত শুরু করেছিল আইসিসি। পরে করোনা মহামারীর কারণে তদন্তে বাধা পড়ে। মহামারীর ধাক্কা কেটে যাওয়ার পরও তা আর শুরু হয়নি।
কিন্তু গত ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে হামাসের অভিযান ও তার জেরে গাজায় ইসরাইলি হামলা শুরুর পর সেই তদন্ত ফের পুনরুজ্জীবিত করে আইসিসি। গত ডিসেম্বরে গাজা-ইসরাইল সীমান্ত ঘুরে গেছেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান। সেই সফরে পুরনো সেই তদন্ত ফের শুরুর তথ্য জানিয়ে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘এবারের তদন্ত হবে গতিশীল, কঠোর এবং পুরোপুরি সাক্ষ্যপ্রমাণ নির্ভর।’
পরোয়ানা জারি না করার আহ্বান যুক্তরাষ্ট্রের
এদিকে ব্লুমবার্গ জানায়, ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে ভণ্ডুল করে দিতে পারে বলে মার্কিন যুক্তরাষ্ট্র ও সহযোগী দেশগুলো উদ্বিগ্ন। তাই এ পরোয়ানা জারি না করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সাথে সম্পৃক্ত নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের উদ্ধৃত করে নিউজ আউটলেটটি জানায়, আইসিসি পরোয়ানা জারি করলে ইসরাইল চুক্তি থেকে সরে যেতে পারে।
ইসরাইলের এক কর্মকর্তা সোমবার টাইমস অব ইসরাইলকে বলেন, আদালত যদি ইসরাইলি নেতাদের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে তবে এটি সম্ভাব্য বন্দী চুক্তি বাতিল করে দিতে পারে।


আরো সংবাদ



premium cement