প্রিজাইডিং অফিসারকে চড় মেরে গ্রেফতার বিজেপি নেতা
- এনডিটিভি
- ০১ মে ২০২৪, ০০:০৫
ভারতে চলছে লোকসভা নির্বাচন। ইতোমধ্যেই দ্বিতীয় দফার ভোটগ্রহণও সম্পন্ন হয়েছে। আর দ্বিতীয় দফার এই ভোটের মধ্যে ঘটেছে অনাকাক্সিক্ষত এক ঘটনা। ভোট চলাকালীন প্রিজাইডিং অফিসারকে চড় মারার অভিযোগ উঠেছে এক বিজেপি নেতার বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বেশ দ্রুতই। পরে অভিযুক্ত ওই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায়। ঘটনাটি ঘটেছিল ত্রিপুরার পূর্ব লোকসভা কেন্দ্রের একটি বুথে। বিজেপি নেতার চড় মারার ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ঘটনায় অভিযোগ পাওয়ার পরে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ওই বিজেপি নেতার নাম কাজল দাস। তিনি উত্তর ত্রিপুরা জেলার বিজেপি সভাপতি। এমন ঘটনা স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলে দিয়েছে বিজেপিকে।
গত শুক্রবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয়েছে ভারতের ১৩টি রাজ্যের মোট ৮৯টি আসনে। অভিযোগ, দ্বিতীয় দফার ভোট চলাকালে একটি ঘটনাকে নিয়ে বিতণ্ডার জেরে প্রিজাইডিং অফিসারকে চড় মেরেছিলেন বিজেপি নেতা। চড় মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সরব হয়েছিল বিরোধীরা। ঘটনাটি ঘটেছিল বাগবাসা বিধানসভা কেন্দ্রের ২২ নম্বর ভোটকেন্দ্রে। বিজেপি নেতার পাশাপাশি আরো বেশ কয়েকজন প্রিজাইডিং অফিসারকে মারধর করেছিল বলে অভিযোগ ওঠে। সেই ভিডিওর ভিত্তিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। আর এরপরই অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা