১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলকদ ১৪৪৫
`


কম্বোডিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ২০ সৈন্য নিহত

-

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় গোলাবারুদ বিস্ফোরণে ২০ সৈন্য নিহত হয়েছেন। দেশটির একটি সামরিক ঘাঁটিতে গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটে। অবশ্য এই বিস্ফোরণের কারণ জানা যায়নি। কম্বোডিয়ায় একটি সামরিক ঘাঁটিতে গোলাবারুদ বিস্ফোরণে ২০ জন সেনা নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় কাম্পং স্পেউ প্রদেশে বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটে এবং প্রধানমন্ত্রী হুন মানেট বলেছেন, তিনি এই ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’।

অবশ্য বিস্ফোরণের কারণ ঠিক কী সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। প্রধানমন্ত্রী নিহত সৈন্যদের পরিবার ও আহত সৈন্যদের ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন। ফেসবুকে দেয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মানেট বলেছেন, তিনি নিহত সৈন্যদের পরিবারের প্রতি তার ‘গভীর সমবেদনা’ প্রকাশ করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ফুটেজে একাধিক বিস্ফোরণের ঘটনা শোনা যায়। স্থানীয় সময় বেলা প্রায় পৌনে ৩টার দিকে এসব বিস্ফোরণ ঘটে। যদিও ওই ফুটেজের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয়নি।


আরো সংবাদ



premium cement