১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


লোহিত সাগরে তেলবাহী জাহাজে হাউছিদের ক্ষেপণাস্ত্র হামলা

-

লোহিত সাগরে অ্যান্ড্রোমিডা স্টার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা। গতকাল শনিবার গোষ্ঠীটি জানিয়েছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো তেল ট্যাঙ্কারটিতে আঘাত হেনেছে। একটি বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের চালানো হামলার বিরুদ্ধে প্রতিবাদ এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থনে এই অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে হাউছিরা।
এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হাউছিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে তিনটি জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে অ্যান্ড্রোমিডা স্টারের সামান্য ক্ষতি হয়েছে। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানিয়েছে, শিপ মাস্টার জাহাজটির ক্ষতির কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হাউছিদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র এমভি মাইশা নামের আরেকটি জাহাজের আশপাশে অবতরণ করেছে। তবে এ ঘটনায় জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


আরো সংবাদ



premium cement

সকল